ইশারা ভাষা দিবস উপলেক্ষ্যে এটিএন বাংলার অন্য আলোর গল্প অনুষ্ঠানের অংশগ্রহনকারী প্রতিবন্ধী শিশুরা ও অতিথিবৃন্দ।
গত ২৯/০১/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার, বিকাল ৩.০০ টায় এফডিসির এটিএন বাংলা হলে আয়োজিত হয় জাতীয় প্রতিবন্ধী ফোরাম কর্তৃক বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের রেকর্ডিং।

অনুষ্ঠানের প্রথমেই বাংলা ইশারা ভাষা সম্বলিত জাতীয় সংগীত পরিবেশন হয়। এরপর অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ও অন্যান্য প্রকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে দেশাত্মবোধক গানের সাথে পরিবেশন করা হয় নৃত্য। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগনের মধ্যে উপস্থিত ছিল জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) এর সম্মানিত সভাপতি জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার। এছাড়া উপস্থিত ছিল জাতীয় প্রতিবন্ধী ফোরামের সম্মানিত নির্বাহী সদস্যগন সহ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিগনের অভিভাবকবৃন্দ। সফল ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সম্মানিত সহ-সভাপতি এড. দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিল সাদিয়া আনুশকা জয়িতা এবং শারীরিক প্রতিবন্ধী কিশোর জুনায়দুল হক মারুফ। অনুষ্ঠানের নৃত্য শিল্পীদের মধ্যে ছিল- তানভীর, রীমি, মালিহা, সংগীতা ঘোষ, শিউলী ও নীপা। উল্লেখ্য যে, উক্ত নৃত্য শিল্পীগন সকলেই প্রতিবন্ধী শিশু। নৃত্য পরিচালনার সার্বিক দায়িত্বে ছিল অমিত হাসান। অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারী ২০২১ সকাল ৯.২০ মিনিটে বহুল প্রচারিত টিভি চ্যানেল এটিএন বাংলার মাধ্যমে একযোগে সর্বত্র প্রচারিত হয়েছে।