জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিশ^ শিশু দিবস ও বিশ^ শিশু অধিকার সপ্তাহ ২০২০ ইং উপলক্ষ্যে বাংলাদেশ সমাজকল্যান পরিষদ এর তহবিলের অর্থের মাধ্যমে ও এটিএন বাংলা ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু সহ অন্যান্য সকল প্রকার প্রতিবন্ধী শিশুদের নিয়ে “ অন্য আলোর গল্প” শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানটি ০৫ অক্টোবর ২০২০ ইং রোজ সোমবার বেলা ১১.৪৫ মিনিটে এটিএন বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারভিন হক শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম ইকবাল বিন আনোয়ার সভাপতি, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ও নির্বাহী পরিচালক ওয়ালটন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. সেলিনা আখতার, মহাসচিব, জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকগন সহ প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান উপস্থিত ছিল। সকলেই করোনা কালীন সময়ের সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান উপভোগ করেন। অন্যদিকে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ০৮ অক্টোবর ২০২০ ইং তারিখে ওয়েবিনার প্লাটফর্মের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও অন্যান্য সকল প্রকার প্রতিবন্ধী শিশুদের করোনাকালীন সময়ে কিভাবে দিন যাপন করছে এবং তাদের দৈনন্দিন কি কি কার্যক্রমের দ্বারা দিন অতিবাহিত করছে সে বিষয়ে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার ওয়েবিনার আলোচনা করেন যা বাংলাদেশ শিশু একাডেমীতে সম্প্রচার করা হয়।