জাতীয় প্রতিবন্ধী ফোরাম করোনাকালীন সময়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ই-মেইল ও সরাসরি করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরন করে। বাংলাদেশের ৬৪ টি জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়গনকে চিঠি প্রদানের মাধ্যমে নিজ নিজ জেলার প্রতিবন্ধী সংগঠনকে নিয়ে নিজস্ব এলাকায় কর্মহীন সমস্যাগ্রস্থ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানায়।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) এ গত ২৭ মার্চ ২০২০ইং তারিখ থেকে জাতীয় প্রতিবন্ধী ফোরাম অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী(হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লোভস, লিকুইড সোপ, সাবান, প্রাথমিক প্রয়োজনীয় ঔষধ, মাস্ক ইত্যাদী) বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করে। বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত বরাদ্ধকৃত অর্থের মাধ্যমে ঢাকাতে বিভিন্ন এলাকায় অভাবগ্রস্থ প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের প্রায় ৩০০ জনকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। নিজস্ব অর্থায়নে বিভিন্ন হোষ্টেলে আটকে পড়ে যাওয়া অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীগনকেও ত্রান বিতরন করা হয়। করোনা আক্রান্ত দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঔষধ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা প্রদান করা হয়। ত্রাণ কার্যক্রমটি চলমান ছিল।