গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ২০২১ ধানমিন্ডস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হয় সকল প্রকার প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহনে মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) এর প্রধান উপদেষ্টা ও এটিএন বাংলা টিভি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা- এর মহাব্যবস্থাপক (অবঃ) জনাব মোঃ মাহবুবুল মুনীর এবং জাতীয় প্র[িতবন্ধী ফোরামের নির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি জনাব এড. দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) এর সম্মানিত সভাপতি এবং ওয়ালটন গ্রুপ এর নির্বাহী পরিচালক জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সম্মানিত মহাসচিব ড. সেলিনা আখতার। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের অনেক সুনামধন্য প্রতিবন্ধী নিয়ে কাজ করা প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ গুলো হলোঃ- সিআরপি, সুইড বাংলাদেশ, এনএএসপিডি, এনজেলস কেয়ার, স্কলার্স স্পেশাল স্কুল, শিশু উন্নয়ন প্রকল্প (সিডিপি), উইশ্যাল ওভার কাম, হাইকেয়ার ইত্যাদি। মুুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ইং এর উদ্ভোধনী থেকে শুরু করে খেলার পুরো অংশ বহুল প্রচারিত টিভি চ্যানেল এটিএন বাংলা ধারন করে এবং লাইভ সম্প্রচার করা হয় পাশাপাশি পরবর্তীতে টিভি চ্যানেলের মাধ্যমে সর্বত্র প্রচার করা হয়। উক্ত অনুষ্ঠানে এটিএন বাংলার পাশাপাশি বিটিভি- এর সাংবাদিক প্রতিনিধি দল উপস্থিত ছিল।

