০৪ এপ্রিল ২০১৯ ইং তারিখে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এর পরিচালনায় এক আলোচনা সভা এবং অটিজম সম্পন্ন ব্যক্তিসহ অন্য সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্থান ছিল এফডিসি এর এটিএন বাংলা হল। বিকাল ৪.০০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা ও উপদেষ্টা (জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত সচিব, সমাজকল্যান মন্ত্রনালয়, জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সভাপতি, জাতীয়ং প্রতিবন্ধী ক্রীড়া সমিতি , কর্নেল মীর মোতাহার হোসেন (অবঃ), সহ-সভাপতি, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি, জনাব মুনীর খান, বিশিষ্ট্য ব্যবসায়ী, জনাব ড. সোলনা আখতার, মহাসচিব, জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় অতঃপর একে একে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিগন অটিজম সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষ হওয়ার পর শুরু হয় অটিজম সম্পন্ন ব্যক্তি ও অন্যসকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংগীতা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিউটিফুল মাইন্ড স্কুলের নৃত্যশিল্পীবৃন্দ, সুইড বাংলাদেশের নৃত্যশিল্পীবৃন্দ, এবং কল্লানী ইনক্লুসিভ স্কুলের নৃত্যশিল্পীবৃন্দ বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি এটিএন বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে একযোগে সর্বত্র সম্প্রচার করা হয়।
Day Observation
different events on day observation like International day of person with disabilities, World Autism Awareness Day etc.
১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৭
২ এপ্রিল, ২০১৭ সকাল ১০টা ওসমানি মিলনায়তন, পল্টন, ঢাকা
গত ২ এপ্রিল, ২০১৭ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে এবারো ‘১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ২০১৭ উদযাপন উপলক্ষে ক্রোড়পত্র ও ব্রশিওর প্রকাশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় বরাবরের মত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন, সমাজসেবা অধিদফতর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম দিবসের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ (Toward Autonomy and Self Determination)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ আগমনের পর অনুষ্ঠানের আনুষ্ঠিনকতা শুরু হয়। চার ধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠের পর স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জিল্লার রহমান। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কৃত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হোসেন এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি। এরপর সভাপতির বক্তব্য প্রদান করেন জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অটিজম সম্পন্ন সফল ব্যক্তি, অটিজম উত্তরণে সফল সমাজকর্মী এবং অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন এবং ফটোসেশন করেন।এরপর তিনি নীল বাতি প্রজ্বালন করেন এবং তার মুল্যবান বক্তব্য প্রদান ও দিবসের শূভ উদ্বোধন ঘোষণা করেন।আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী ও আগত অতিথিবৃন্দ অটিজম বিষয়ক একটি প্রামাণ্যচিত্র ও অটিস্টিক বন্ধুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।
যে ৯জন ব্যক্তি/প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন তারা হলেন:
অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল ব্যক্তি-০৩ (তিন) জন
১. আদিবা ইবনাত পশলা
২. আদিল মুনিম সাইফুল হক
৩. চৌধুরী গালিব আজিজ অনিন্দ্য,
অটিজম উত্তরণে অবদান রাখা সফল সমাজ কর্মী০৩(তিন) জন
১. ডাঃ রওনাক হাফিজ,
২. বেগম মারুফা হোসেন,
৩. কর্ণেল মোঃ শহীদুল আলম,
অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠান ০৩(তিন)টি
১. সুইড বাংলাদেশ,
২. প্রজেক্ট ডাইরেক্টর,ইনষ্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজওর্ডার এন্ড অর্টিজম (ইপনা), বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।
৩. ফাউন্ডেশন ফর অর্টিজম রিসার্চ এন্ড এডুকেশন(এফএআরই),
৪র্থ জাতীয় ও ১২তম বিশ্ব ডাউনসিনড্রোম দিবস-২০১৭
২১শে মার্চ, ২০১৭ সকাল ১০টা সমাজসেবা অধিদফতর
সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে গত ২১শে মার্চ ২০১৭, ৪র্থ জাতীয় ও ১২তম বিশ্ব ডাউনসিনড্রোম দিবস–২০১৭ উদযাপনের অনুষ্ঠান সকাল ১০টায় সমাজসেবা অধিদফতরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলো হলো: চিত্রাংকন প্রতিযোগিতা (ডাউন সিনড্রোম শিশুদের অংশগ্রহণ), রেলী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য– “আমাদের কন্ঠস্বর আমাদের সমাজে সরকারের সকল কাজে ডাউন সিনড্রোমেকে রাখবে পাশে”।
সকাল ১০:০০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জিল্লার রহমান। বেলা ১১:০০টায় রেলীর নেতৃত্ব ও ১২:০০টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডাউনসিন্ড্রোম এসোসিয়েশনের মহাসচিব ডাঃ অজন্তা রাণী সাহা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড সেলিনা আখতার। ডাউনসিন্ড্রোম বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ ডাউনসিন্ড্রোম এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মেসবাহ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আখতার। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজকল্যাণ মনস্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার প্রামানিক। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের পরিচালক প্রশাসন ও অর্থ জনাব এ কে এম খায়রুল আলম। এরপর ডাউন্সচিলড্রেনদের অংশগ্রহণে সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানমালায় জাতীয় প্রতিবন্ধী ফোরামের সদস্য সংগঠনের প্রতিবন্ধী শিশুরা, অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তিগণ, সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০১৭
৮-৩-১৭, মানববন্ধন ও র্যালী
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ৮ মার্চ ২০১৭ বিকেল ৩টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে, মানববন্ধন ও রেলির আয়োজন করে। এবার নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল : প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করি, টেকসই অর্থনীতির দেশ গড়ি।