০৪ এপ্রিল ২০১৯ ইং তারিখে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এর পরিচালনায় এক আলোচনা সভা এবং অটিজম সম্পন্ন ব্যক্তিসহ অন্য সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্থান ছিল এফডিসি এর এটিএন বাংলা হল। বিকাল ৪.০০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা ও উপদেষ্টা (জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত সচিব, সমাজকল্যান মন্ত্রনালয়, জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সভাপতি, জাতীয়ং প্রতিবন্ধী ক্রীড়া সমিতি , কর্নেল মীর মোতাহার হোসেন (অবঃ), সহ-সভাপতি, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি, জনাব মুনীর খান, বিশিষ্ট্য ব্যবসায়ী, জনাব ড. সোলনা আখতার, মহাসচিব, জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় অতঃপর একে একে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিগন অটিজম সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষ হওয়ার পর শুরু হয় অটিজম সম্পন্ন ব্যক্তি ও অন্যসকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংগীতা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিউটিফুল মাইন্ড স্কুলের নৃত্যশিল্পীবৃন্দ, সুইড বাংলাদেশের নৃত্যশিল্পীবৃন্দ, এবং কল্লানী ইনক্লুসিভ স্কুলের নৃত্যশিল্পীবৃন্দ বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি এটিএন বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে পরবর্তীতে একযোগে সর্বত্র সম্প্রচার করা হয়।
NFOWD
বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন
৩০ জুন, ২০১৯ বেলা সকাল ১১.০০ টায় জহুরুল হোসাইন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা-১০০০, এ জাতীয় প্রতিবন্ধী ফোরামের বাজেট প্রতিক্রিয়ায় জাতীয় বাজেট ২০১৯-২০২০ ইং: প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধকৃত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি জনাব মোঃ সাইদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন মহাসচিব জনাব ড. সেলিনা আখতার। উপস্থিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগন প্রেস ব্রিফিং এ উল্লেখিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন, সভাপতি ও মহাসচিব মহোদয় সাংবাদিকগনের সকল প্রশ্নের উত্তর দেন। এছাড়াও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সিনিয়র সহ-সভাপতি জনাব আনজামুল মুনীর, প্রতিবন্ধী নারী বিষয়ক সচিব জনাব শ্যামলী রানী দাস, মানুসের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী জনাব নাজরানা ইয়াসমীন হীরা, প্রতিবন্ধী জনগোষ্ঠীর চাহিদাগুলো সংবাদকর্মীদের বিশ্লেষনের মাধ্যমে যেন পূরন হয় তার জন্য সকলকে অনুরোধ করেন। সর্বশেষে সভাপতি জনাব মোঃ সাইদুল হক সংবাদ সম্মেলনে সকলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি করেন।
সংবাদ সম্মেলনে জাতীয় প্রতিবন্ধী ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, আয়োজক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বার্ষিক প্রতিবেদন, ২০১৯
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন:

১৩তম জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস – ২০ উপলক্ষে করোনাকালে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য উন্নয়নে করণীয় শীর্ষক জাতীয় অন্তর্জাল সংলাপ
২৩ জুলাই, ২০২০; বিকাল ৪টা।
১৩তম জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস – ২০ উপলক্ষে
করোনাকালে মনস্তাত্ত্বিক স্বাস্থ্য উন্নয়নে করণীয় শীর্ষক
জাতীয় অন্তর্জাল সংলাপ এর
আলোচকবৃন্দ
১। অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব, চেয়াম্যান, মনোরোগ বিদ্যা বিভাগ বিএসএমএমইউ
২। ড. মোঃ মাহমুদুর রহমান, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ঢাকা, বিশ^বিদ্যালয়
৩। মোঃ শফিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর, এডিডি ইন্টারন্যাশনাল
৪। মোঃ সাইদুল হক, সভাপতি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম
৫। ড. সেলিনা আখতার, মহাসচিব,জাতীয় প্রতিবন্ধী ফোরাম
জাতীয় প্রতিবন্ধী ফোরামের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন
৪ জুন ২০১৭, বেলা: ২:০০টায় ঢাকাস্থ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার রুম এ জাতীয় প্রতিবন্ধী ফোরামের বাজেট প্রতিক্রিয়ায় জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
এসডিজি (SDG) ভিএনআর (VNR) প্রতিবেদনে প্রতিবন্ধী ব্যক্তি তথ্য অন্তর্ভুক্তকরণে ফোকাস গ্রুপ ডিসকাসন
২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফোরামের সভাকক্ষে
জাতীয় প্রতিবন্ধী ফোরাম বাংলাদেশে “সিটিজেনস প্ল্যাটফর্ম অন এসডিজি”–এর সক্রিয় সদস্য। এবছরের জুলাই মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য “হাই লেভেল পলিটিক্যাল ফোরামে” বাংলাদেশ সরকার এসডিজি’র অগ্রগতির উপর একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রতিবেদন দেবার ব্যাপারে অঙ্গীকার করেছে। সরকারের পাশাপাশি সুশীল সমাজের পক্ষে এই সিটিজেনস প্ল্যাটফর্মও একটি প্রতিবেদন জমা
দেবার প্রস্তুতি নিয়েছে। এসডিজি’র মূল স্পিরিট হলো “লীভ নো ওয়ান বিহাইন্ড” অর্থাৎ কাউকে পেছনে ফেলে নয় বা কাউকে বাদ দিয়ে নয়। সে কারণেই এসডিজি–তে যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের সংশ্লিষ্ট বিষয়সমুহকে যত্নসহকারে সন্নিবেশ করা হয়েছে, তেমনই প্রতিবেদনসমুহেও প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা বা অবস্থানেরও পৃথক বর্ণনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া অন্যান্য জনগোষ্ঠীর জন্যও একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এসডিজি প্রক্রিয়ায়। এই প্রতিবেদনটিতে যেন সঠিকভাবে সকল জনগোষ্ঠীর বাস্তব তথ্য উঠে আসে, সেকারণে প্ল্যাটফর্ম বেশ কিছু ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফোরামের সভাকক্ষে এফজিডি অনুষ্ঠিত হয়। “সিটিজেনস প্ল্যাটফর্ম–এর আহবায়ক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সিনিয়র ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য এটি পরিচালনা করেন। এবারে প্রতিবেদন হবে এসডিজি লক্ষ্যমাত্রা ১, ২, ৩, ৫, ৯ এবং ১৪ এর উপর। তাই আলোচনাকে ফলপ্রসূ করার জন্য এই লক্ষ্যমাত্রাসমূহ, এদের টার্গেট, ইন্ডিকেটর এবং এর সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা বিষয়ে আলোচনার জন্য সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, প্রতিনিধি, অভিভাবক, তাদের উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষে নিয়জিত ব্যক্তিবর্গ, জাতীয় নির্বাহী সদস্যগণ, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও মহাসচিব এবং সিপিডি–এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।
১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৭
২ এপ্রিল, ২০১৭ সকাল ১০টা ওসমানি মিলনায়তন, পল্টন, ঢাকা
গত ২ এপ্রিল, ২০১৭ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে এবারো ‘১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ২০১৭ উদযাপন উপলক্ষে ক্রোড়পত্র ও ব্রশিওর প্রকাশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় বরাবরের মত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন, সমাজসেবা অধিদফতর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম দিবসের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ (Toward Autonomy and Self Determination)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ আগমনের পর অনুষ্ঠানের আনুষ্ঠিনকতা শুরু হয়। চার ধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠের পর স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জিল্লার রহমান। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কৃত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হোসেন এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি। এরপর সভাপতির বক্তব্য প্রদান করেন জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অটিজম সম্পন্ন সফল ব্যক্তি, অটিজম উত্তরণে সফল সমাজকর্মী এবং অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন এবং ফটোসেশন করেন।এরপর তিনি নীল বাতি প্রজ্বালন করেন এবং তার মুল্যবান বক্তব্য প্রদান ও দিবসের শূভ উদ্বোধন ঘোষণা করেন।আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী ও আগত অতিথিবৃন্দ অটিজম বিষয়ক একটি প্রামাণ্যচিত্র ও অটিস্টিক বন্ধুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।
যে ৯জন ব্যক্তি/প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছেন তারা হলেন:
অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল ব্যক্তি-০৩ (তিন) জন
১. আদিবা ইবনাত পশলা
২. আদিল মুনিম সাইফুল হক
৩. চৌধুরী গালিব আজিজ অনিন্দ্য,
অটিজম উত্তরণে অবদান রাখা সফল সমাজ কর্মী০৩(তিন) জন
১. ডাঃ রওনাক হাফিজ,
২. বেগম মারুফা হোসেন,
৩. কর্ণেল মোঃ শহীদুল আলম,
অটিজম উত্তরণে অবদান রাখা সফল প্রতিষ্ঠান ০৩(তিন)টি
১. সুইড বাংলাদেশ,
২. প্রজেক্ট ডাইরেক্টর,ইনষ্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজওর্ডার এন্ড অর্টিজম (ইপনা), বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।
৩. ফাউন্ডেশন ফর অর্টিজম রিসার্চ এন্ড এডুকেশন(এফএআরই),
জাতীয় কর্মপরিকল্পনা(খসড়া) প্রণয়ন কর্মশালা
২৭ – ২৮ মার্চ ২০১৭ সকাল ৯:০০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত “আপন উদ্যোগ ফাউণ্ডেশন” লালমাটিয়া, ঢাকা
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ইতোপূর্বে তৈরীকৃত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর কর্মপরিকল্পনাটি অধিক সমৃদ্ধ করার লক্ষ্যে এবং নিউরো ডেভেলাপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩, এসডিজি, সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ইনচিওন স্ট্রাটিজি প্রভৃতি দলিলসমূহের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি কর্মপরিকল্পনা প্রনয়ণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের আইন ও নীতিমালা বিষয়ক কমিটির ৪৫ তম সভায় জাতীয় কর্মপরিকল্পনার (খসড়া) তৈরীতে প্রাথমিক ভাবে কর্মদলের সদস্যগনের নাম প্রস্তাব করা হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিগত ০১ মার্চ, ২০১৭ তারিখে জাতীয় প্রতিবন্ধী ফোরামকে প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার (খসড়া) প্রণয়নের জন্য পত্র প্রেরণ করে। কর্মদলটি কয়েকটি সভা করে। সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় প্রতিবন্ধী ফোরাম গত ২৭ – ২৮ মার্চ ২০১৭ সকাল ৯:০০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুইদিন ব্যাপী জাতীয় কর্মপরিকল্পনা(খসড়া) প্রণয়ন কর্মশালা “আপন উদ্যোগ ফাউণ্ডেশন” (বাড়ি-৮/১৪, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা-১২০৭, মিনার মসজিদের বিপরীত দিকে) আয়োজন করে। কর্মশালায় জাতীয় কর্মপরিকল্পনা (খসড়া) প্রণয়ন বিষয়ক কর্মদলের সদস্যগণ ছাড়াও প্রতিবন্ধী ব্যক্তি, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিগণ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি, মহাসচিব ও জাতীয় নির্বাহী সদস্যগণের মধ্যে প্রতিবন্ধী সদস্যগণ উপস্থিত ছিলেন।
৪র্থ জাতীয় ও ১২তম বিশ্ব ডাউনসিনড্রোম দিবস-২০১৭
২১শে মার্চ, ২০১৭ সকাল ১০টা সমাজসেবা অধিদফতর
সমাজকল্যাণ মন্ত্রণালয় এর উদ্যোগে গত ২১শে মার্চ ২০১৭, ৪র্থ জাতীয় ও ১২তম বিশ্ব ডাউনসিনড্রোম দিবস–২০১৭ উদযাপনের অনুষ্ঠান সকাল ১০টায় সমাজসেবা অধিদফতরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলো হলো: চিত্রাংকন প্রতিযোগিতা (ডাউন সিনড্রোম শিশুদের অংশগ্রহণ), রেলী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য– “আমাদের কন্ঠস্বর আমাদের সমাজে সরকারের সকল কাজে ডাউন সিনড্রোমেকে রাখবে পাশে”।
সকাল ১০:০০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জিল্লার রহমান। বেলা ১১:০০টায় রেলীর নেতৃত্ব ও ১২:০০টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডাউনসিন্ড্রোম এসোসিয়েশনের মহাসচিব ডাঃ অজন্তা রাণী সাহা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড সেলিনা আখতার। ডাউনসিন্ড্রোম বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ ডাউনসিন্ড্রোম এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মেসবাহ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আখতার। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজকল্যাণ মনস্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার প্রামানিক। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের পরিচালক প্রশাসন ও অর্থ জনাব এ কে এম খায়রুল আলম। এরপর ডাউন্সচিলড্রেনদের অংশগ্রহণে সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানমালায় জাতীয় প্রতিবন্ধী ফোরামের সদস্য সংগঠনের প্রতিবন্ধী শিশুরা, অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তিগণ, সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।